আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা মারা যাওয়ার পর ভারত রীতিমতো ফুঁসছে। বুধবার রাজ্যে রাজ্যে মক ড্রিল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। এই যখন পরিস্থিতি, তখন ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, রাশিয়া, আমেরিকার মতো দেশগুলি। এরই মধ্যে এয়ার ফ্রান্স ও লুফৎহানসার মতো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিমান ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে রীতিমতো টেনশনের চোরাস্রোত বইছে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাক আকাশসীমা ব্যবহার করা হবে না।’
জার্মান বিমান সংস্থা লুফৎহানসাও একই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও নির্দেশ আসার আগেই পাক আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছিল এই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। ঘুরপথে যাচ্ছে বিমানগুলি। এবার চলে এল সরকারি নির্দেশিকা। লুফৎহানসা জানিয়েছে, ঘুরপথে যেতে সময় লাগছে ঠিকই। কিন্তু কিছু করার নেই।
ইতিমধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এমিরেটস পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। ফ্লাইট ট্রাকিং ডেটা ব্যবহার করা হচ্ছে বিমানের সঠিক অবস্থান জানার জন্য।
ভারতীয় বিমানসংস্থার মধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ইতিমধ্যেই পাক আকাশসীমার বদলে বিকল্প আকাশপথ ব্যবহার শুরু করে দিয়েছে।
